muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

আধুনিক প্রযুক্তি ব্যবাহার আর্শিবাদ নাকি অভিশাপ

তথ্য প্রযুক্তি ডেস্কঃ প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে আশঙ্কা। এই যেমন ক্যামেরা। ক্যামেরা ছোট হতে হতে এমন একটা জায়গায় গিয়েছে, যেখানে কুচক্রীদের মুখের হাসি চওড়া হচ্ছে। বেশ কয়েক মাসের মধ্যে আমাদের শহর, দেশে মহিলাদের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা রাখার ঘটনায় তোলপাড় পড়ে যায়। গোয়ার এক নামি কোম্পানির আউটলেটে গিয়ে ট্রায়াল রুমে    গোপন ক্যামেরায়    বিষয়টি নজরে পড়ে খোদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। তখনই সবার টনক নাড়ে।

50893-trialroom-3-3-16

কেনাকাটা করতে আমরা সবাই খুব ভালোবাসি। হাতে একটু টাকা পেলেই হল। অমনি একগাদা জিনিসপত্র কিনে ফেলি। এখন আবার শপিংমলগুলোয় রয়েছে নানারকম সব সুবিধা। পোশাকের মাপ ঠিকঠাক হল কিনা তা দেখার জন্য রয়েছে ট্রায়ালরুমও। সেখানেও হাজার বিপত্তি। সেখানে থাকতে পারে লুকনো কোনও ক্যামেরাও। এবার কী করে বুঝবেন সেই ট্রায়ালরুমে কোনও ক্যামেরা লুকোনো আছে কিনা?

শপিং মলের ট্রায়াল রুমে পোশাক বদলাতে গেলেন। আর সেখানে রাখা লুকনো ক্যামেরায় আপনার ব্যক্তিগত ছবি উঠে গেল। কীভাবে বুঝবেন ট্রায়াল রুমে কোনও ক্যামেরা আছে কিনা?

ট্রায়াল রুমে কোনও গোপন ক্যামেরা আছে কিনা, তা বোঝার একটা খুব সহজ উপায় রয়েছে। পোশাক বদলানোর আগে ট্রায়াল রুমে ঢুকে আপনার মোবাইল ফোনটি থেকে যে কোনও কাউকে ফোন করুন। যদি দেখেন যাঁকে ফোন করতে চাইছেন, তাঁর কাছে ঠিকভাবে ফোন গেল, তাহলে বুঝবেন সব ঠিক আছে। কোথাও কোনও লুকনো ক্যামেরা নেই। আর যদি দেখেন আপনার ফোন লাগছে না, তাহলে তত্‌ক্ষণাত্ ট্রায়াল রুম থেকে বেড়িয়ে পড়ুন। নিশ্চিত ওখানে কোনও ক্যামেরা লুকনো আছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /২০ – ০৭-২০১৬ ইং/মো:হাছিব

Tags: