muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

চুপিচুপি প্রেম, একসঙ্গে ছুটিতে সারা-অর্জুন!

চুপিচুপি প্রেম, একসঙ্গে ছুটিতে সারা-অর্জুন!

বেশ কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছে জনপ্রিয় মডেল অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে চুপিচুপি প্রেম করছেন সাইফ আলি খানের কন্যা সারা আলি খান।

সেই জল্পনা আরও জোরালো হলো রাজস্থান থেকে একই সময়ে তাদের দুইজনের শেয়ার করা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কারণে।

রাজস্থানের আলিশান হোটেল থেকে ছবি পোস্ট করেছেন সারা এবং অর্জুন দুজনেই। ছবিতে একফ্রেমে নেই দুজনে। ছবি আলাদা আলাদা পোস্ট করলেও সেটা যে একই জায়গা থেকে তোলা সেটা স্পষ্ট। সেটা দেখেই অনুরাগীরা অনুমান করছেন রোমান্টিক সময় পার করছেন তারা।

সারা আলি খান সম্প্রতি রাজস্থানের যেখানে আছেন সেখানকার সৌন্দর্য তুলে ধরে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে হোটেলের স্টাফ, গোসলের পর গরম পানিতে চুমুক দেওয়ার মুহূর্তের ছবি পোস্ট করেছেন। বাদ দেননি ডেজার্ট সাফারির ছবি পোস্ট করতে।

অন্যদিকে অর্জুন প্রতাপ বাজওয়া একটি হোটেলের জিম থেকে ছবি পোস্ট করেছেন; কিন্তু দুটো জায়গা যে একই সেটা স্পষ্ট।

গত অক্টোবরে তাদের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। তারা একসঙ্গে পুজা দিয়ে ছবি পোস্ট করেন। তারপর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কিছু বলেননি তারা।

Tags: