muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জ গণতন্ত্রী পার্টির সুধী সমাবেশ

মোঃ আশরাফ আলী,স্টাফ রিপোর্টারঃ

আজ ২৬ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় কিশোরগঞ্জ জেলা আইনজীবী ভবনে জেলা গণতন্ত্রীক পার্টির উদ্যোগে এক সূধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানের প্রধানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার এবং জেলা দায়রা জজ মোঃ সাইফুল আলম বর্তমান আশা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন।

সুধী সমাবেশের আলোচ্য বিষয় ছিল বাম আন্দোলনের দূর্বলতা সন্ত্রাস ও জঙ্গীবাদ এর অন্যতম কারণ। বক্তারা বলেন দীর্ঘ ৪৫ বছর যাবৎ সুষ্ঠু ছাত্র রাজনীতি ও ঢাকসু নির্বাচন বন্ধ, দুর্বৃত্ত ও কালো বাজারী দেশে দুই বড় দলের মাঝে বাসা বেধেঁছে অন্যদিকে ইসলামিক আন্দোলনের নামে একজন অন্যজনকে ভুল ব্যাখ্যা দিয়ে ডজন খানেক ইসলামী দল, বাম আন্দোলনের প্রধান পথ প্রদর্শক মাও: ভাসাসী মহৎ চরিত্রের অধিকারীদের মাঝে ভূলবুঝাবুজি বা মতপ্রার্থক্য তৈরী করে দল ভাঙনের কারণে এই বদ্বীপ বাংলাদেশ সন্ত্রানের চারণ ভূমিতে পরিণত হয়েছে। এ থেকে বের হওয়ার একটিই উপায় সকলকে পারস্পারিক সহযোগিতা ও সচেতনতা একমাত্র উপায়। আতœগাতী হামলা করে ইসলাম প্রতিষ্ঠিত হয়না বা জান্নাত ও পাওয়া যাবেনা। বেহেস্ত পেতে হলে ছোট ছোট কাজ করে অর্থাৎ আপনার নান্তার ৫০ টাকা থেকে যদি অনাহারীকে ২০টাকা দান করেন, অন্ধ লোককে রাস্তা পার করিয়ে দেন ইত্যাতি ছ্টো ছোট কাজ জান্নাতের পথ হতে পারে। আমরা নামাজ পড়তে গিয়ে ছিলাম দীর্ঘ একমাস রোজা রাখার পর এত দোয়া করা হয়েছিল সমস্ত মুসমানের জন্য এখানে হামলা কিসের ইঙ্গিত বহন করে। এছাড়াও আজ এন জি ও গুলো মানুষের অধিকার আদায়ের নামে আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বি ত করে।

DSC00301

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডঃ রমনী মোহন দেবনাথ, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজ বিজ্ঞানী। সভাপতিত্ব করেন এডঃ ভূপেন্দ্র ভৌমিক দোলন, সভাপতি জেলাগণতন্ত্রী পার্টি। উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক গাজী এনায়েতুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সহসভাপতি গিয়াস উদ্দিন মিল্কী আরজু, মুক্তিযোদ্ধ হাবিবুর রহমান মুক্তু, ডাঃ স্বপন ভৌমিক, শহর শাখার এডঃ শাহজাহান আকন্দ মোঃ আশরাফ আলী, বোরাহান উদ্দিন সুধা, বিলকিস বেগম সহ সমস্ত নেতাকর্মীদের সহযোগি সূধী সমাবেশটি সফল হয়।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৮-২০১৬ইং/ অর্থ  

Tags: