muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ভোটের সময় ‘মবকারীরা’ সুবিধা করতে পারবে না: মার্কিন দূতকে সিইসি

ভোটের সময় ‘মবকারীরা’ সুবিধা করতে পারবে না: মার্কিন দূতকে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় মব ভায়োলেন্স করা ব্যক্তিরা ‘সুবিধা’ করতে পারবেন না।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকের সময় তিনি এমন মন্তব্য করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক হয় জ্যাকবসনের। সেখানে মার্কিন দূতাবাসের রাজনীতিবিষয়ক প্রধান ডেভিড মু এবং রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচনার বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, উনি জানতে চাইলেন, ‘নির্বাচনের সময় কোনো পার্টির ওপরে যদি মব সৃষ্টি হয়, তাহলে কী হবে?’ আমি বললাম, ইলেকশন তো এখনো দেরি আছে। যখন ৩০০ আসনে একদিনে ভোট হবে, তখন তা (মব) ৩০০ জায়গায় ভাগ হয়ে যাবে। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন, যে যার যার আসনে চলে গেছে। একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহর খালি হয়ে যাবে। যারা মব সৃষ্টি করতে চাইবে, তারা সুবিধা করতে পারবে না।

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ইসির নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন সিইসি।

সিইসি বলেন, পরিষ্কারভাবে জানিয়েছি, নির্বাচন কমিশন কোনো দোষ বা দায় নিতে রাজি না। অতীতে যেমন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে, এবার আমরা এমন প্রস্তুতি নিচ্ছি যেন কেউ বলতে না পারে যে আমরা প্রস্তুত ছিলাম না। সরকার যখনই চাইবে, আমরা যেন নির্বাচন পরিচালনা করতে পারি, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার জানান, বৈঠকে নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাবের বিষয়েও জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছেছিল। এবারও তারা আশাবাদী। রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থেই কাজ করে, তাই শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে একটি সমঝোতা হবে বলেও তিনি আশাবাদী বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে সিইসি আরও বলেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন, যা একটি ইতিবাচক দিক। এ ছাড়া প্রধান উপদেষ্টা এত দিন যেভাবে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন, এখনো তেমনই করছেন। এখনো পর্যন্ত তিনি (সিইসি) কোনো রাজনৈতিক প্রভাব বা চাপ অনুভব করেননি এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন বলে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানিয়েছেন।

সিইসি বলেন, সরকারের তরফে ডিসেম্বরের মধ্যে ভোটের সব প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই সরকার সহযোগিতা করে যাচ্ছে।

নানা ধরনের গুজবের বিষয়ও সিইসির কাছে তুলে ধরেন মার্কিন দূত।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আমি বলেছি এটা গুজবের দেশ। নির্বাচন ঘিরে এসব গুজব ছড়ায়। গুজবে কান না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

Tags: