muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ইটনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক

আজ মঙ্গলবার সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের করঞ্চা বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত সুরঞ্জিত দাস (২৭) করঞ্চা বড়হাটি গ্রামের পরশ দাসের ছেলে এবং আহত দিলীপ দাস (৩০) একই এলাকার সোমলাল দাসের ছেলে।

সুরঞ্জিতের প্রতিবেশী দিপু লাল দাস ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে দিলীপ দাসকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরতে যান সুরঞ্জিত। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তাড়াহুড়ো করে তারা বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। এমন সময় বজ্রপাতে গুরুতর আহত হন সুরঞ্জিত আর বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়েন পাশে থাকা দিলীপ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরঞ্জিতকে মৃত ঘোষণা করেন।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস বলেন, 'সুরঞ্জিতের চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানি। সুরঞ্জিতের আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।'

Tags: