জান্নাতুল জাকির প্রিন্স ভূঁইয়া, পাকুন্দিয়া(কিশোরগঞ্জ)সংবাদদাতা:
কাব্যকথা সাহিত্য পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্দোগে ঈশা খাঁর স্মৃতি বিজরিত ঐতিহাসিক এগারসিন্দুর ইউনিয়নের আঙ্গিয়াদী সরকারী প্রাঃ বিদ্যালয়ের সেমিনার কক্ষে অভিষেক ও সাহিত্য আড্ডা অনুষ্টিত হয়। এতে কাব্যকথা পাকুন্দিয়ার সভাপতি কবি কামাল উদ্দিনের সভাপতিত্বে, সাধারন সম্পাদক আমি সুলতান আফজাল আইয়ূবী ও দস্তগীর আশরাফীর সঞ্চালনায় উদ্বোধন ও পাকুন্দিয়া শাখার কমিটি ঘোষনা করেন কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রেম,দ্রোহ ও জাগরনের কবি,কবি আসিফুজ্জামান খন্দকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোজাম্মেল হক ওয়দুদ,অধ্যাক্ষ, হোসেন্দী উচ্চ বিদ্যালয়।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিষ্ট আঃ মান্নান,শতাব্দীর কন্ঠ।কবি মোস্তফা জামাল জানী,সভাপতি কাব্যকথা কিশোরগঞ্জ জেলা।আপাদমস্তক কবি গোলাপ আমিন,সদস্য, কিশোরগঞ্জ ছড়াকার সংসদ।কবি আফসার আশরাফী,সাধারন সম্পাদক,কাব্যকথা কিশোরগঞ্জ শাখা।কবি শরিফ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক, কাব্যকথা কিশোরগঞ্জ শাখা।কবি তরিকুল হাসান শাহীন,প্রভাষক, হাজী জাফর আলী কলেজ।কবি ও লোক সাহিত্যিক মনিরুজ্জামান।কবি ও গীতিকার মোখলেছুর রহমান আকন্দ সহ স্থানীয় কবি ও সাংবাদিকবৃন্দ।এতে কাব্যকথা সহিত্য পরিষদের ঈসা খাঁর স্মৃতি বিজরিত পাকুন্দিয়া উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটিতে কিশোরগঞ্জের সকলের দাদুভাই পরিচিত প্রবিণ কবি আঃহান্নান সহ সিনিয়র কবিদের উপদেষ্টা রাখা হয়।
নবগঠিত কমিটিতে যারা আছেন…
★সভাপতি:কবি কামাল উদ্দিন
★নির্বাহী সভা:ওয়াজেদ দেবদূত
★সহ:সভাঃরিয়াদুল্লাহ
★তিতুমির পাঠান
★সাধারন সম্পাদক:সুলতান আফজাল আইয়ূবী
★সহসাধাঃসম্পাঃরবিউসসানি রাজু
★সাংগঠনিক সম্পাদক:দস্তগীর আশরাফী
★সহ সাংগঃ জাহাঙ্গীর আলম
★প্রচার সম্পাদক:নূরুল জান্নাত মান্না
এছাড়া ও বিভিন্ন দায়িত্বে ও সদস্যে আছেন সর্বমোট ৩১ কবি ও সহিত্যিক।নবগঠিত কমিটির পক্ষ থেকে কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দীয়, বিভিন্ন জেলা সহ সকল কবি,সাহিত্যিক ও সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-১১-২০১৬ইং/ অর্থ