muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

পরিবর্তন আসছে বিপিএলে ভেন্যু ও ফ্রাঞ্চাইজিজের সংখ্যা বাড়ানো হচ্ছে

ক্রীড়া ডেস্ক,

 

নানা কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর আলোচনায়। তবে সব সমস্যাকে পিছনে ফেলে পরের বার আরো ভালো করে বিপিএল আয়োজনে কথা বলেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন ভেন্যু ও ফ্রাঞ্চাইজি বাড়ার কথা।

সাধারণত বিপিএল বছরের নভেম্বরে আয়োজন করা হয়। তবে পরেরবার এমনটা হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। একটি বে-সরকারী টিভি চ্যানেলকে আফজালুর রহমান সিনহা বলেন, “সব সময় যে বিপিএল নভেম্বরেই আয়োজন করতে হবে এমন কোনো কথা নেই। যে সময় আমাদের শিডিউল ফাঁকা থাকবে, আর বিদেশি ক্রিকেটারদের পাওয়ার সম্ভাব্যতা বাড়বে ওই সময়ই আমরা বিপিএল আয়োজন করবো।”

অন্যদিকে পরের আসরে বাড়বে দলের সংখ্যা। বিসিবি একটি দল বাড়িয়ে আট দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। অন্যদিকে দুইটি ভেন্যু থেকে বাড়িয়ে পরের বার তিনটি ভেন্যুতে বিপিএল আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন আফজালুর রহমান সিনহা।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৬- ১২-২০১৬ ইং / মো: হাছিব

Tags: