muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

ডাক্তারের লক্ষ লক্ষ টাকা চাদাবাজি : টক অব দা কিশোরগঞ্জ (ফলোআপ)

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ 

কিশোরগঞ্জে ডাক্তারের লক্ষ লক্ষ টাকা চাদাবাজি। বিভিন্ন জাতিয় দৈনিকে সংধনার নামে স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা.মো সোরোয়ার্দী। স্থানিয় একটি অনুষ্ঠানে আয়োজন করে ডক্টর ক্লাব অব ভৈরব। এ বিষয়ে সোচ্চার হয়েছেন জেলা বি এম এর সভাপতি ও আওয়ামীলীগ নেতা ডা.মাহবুব ইকবাল। তিনি অভিযোগ করেন ডা.সোরোয়াদীর বাড়ি ভৈরব হওয়ায় তিনি সংবর্ধনার নামে বিভিন্ন ডায়গ্নোসিষ্ট সেন্টার  থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছেন। এ নিয়ে কিশোরগঞ্জের বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছিক একজন জানান, সাংবাদিক বৃন্দ হাওর নিয়ে ব্যস্ত থাকায় দূর্ণিতির বিষয়টি ঢাকা পড়ে যাচ্ছে বলে অনেকেই অভিযোগ করেন।তারা আরো বলেন, আগে ডাক্তার রা বেশি ভিজিট নেওয়ার জন্য তাদের প্রতি পাবলিকের অভিযোগ ছিল কসাই বলে, এখন অভিযোগ আরো বড় নিজেরা নিজেদের কাছ থেকে চাঁদাবাজি করছে। বিষয়টি খুবই দুঃথজনক। নৈতিক অবক্ষয় বলে উল্লেখ করেন। ডা সোরয়ার্দীকে বিচারের আওতায় আনা উচিত বলে দাবি জানান। এ বিষয়ে ডা.সোরয়ার্দীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি চাঁদাবাজির বিষয়টি জানেন না। অনুষ্ঠানের আগে তিনি ভৈরব এসেছেন। কিন্তু দেখা যায়, এর আগে থেকে্ ই অনেক পত্রিকায় তিনি মিটিং করে ফুলেল শুভেচ্ছা নিচ্ছেন।ডাক্তারের চাদাঁবাজির বিষয়টি অনুসন্ধান করার দাবি জানান প্রতিবাদকারীরা।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: