muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

এ বছর বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ১০০ নাম্বার থাকবে

liberation war_minister
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হক বলেছেন, এ বছর বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ১০০ মার্ক থাকবে ।

তিনি বলেন, কেবল মাত্র তাই নয় পাঠ্যসুচীতে যুদ্ধাপরাধীদেরও ইতিহাস লিপিবদ্ধ থাকবে। কারণ তাদের ইতিহাসও জানা দরকার। যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে তারা অনেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানেনা।
মন্ত্রী আজ মতিঝিলের বিসিআইসি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠানিক ই্উনিট কমান্ড সমন্বয় পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে প্রধান আলোচক ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমূখ। সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি হেদায়েতুল বারী।
সভাশেষে জাতিরজনক ও তার পরিবার এবং ৩ নভেম্বর জেলা হত্যাকান্ডের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় মুনাজাত করা হয়।
মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের বয়সের ব্যাপারে আদালতের রায় দেখে তা বিবেচনা করা হবে। তবে মুক্তিযোদ্ধাদের বয়স ৬৫ করা উচিৎ।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সন্মুখ সমরের যুদ্ধের স্থানগুলো ও বধ্য ভূমিকে সংরক্ষণ করা হবে।
মন্ত্রী বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের লাশ বনে বাদরে , শিয়াল কুকুরে খেয়েছে। তাই যুদ্ধাপরাধীদের লাশের জানাজা প্রকাশ্যে হতে দেয়া যায়না। তাদের বাসাবাড়ী বা অন্য কোন স্থানে দাফন করুক।
তিনি বলেন, দেশের অনেক স্কুল –কলেজে বাংলাদেশের পতাকা উড়ান এবং জাতীয় সঙ্গীত পরিববেশন করা হয় না। নৌ পরিবহন মন্ত্রী বলেন, জাতীর জনক ৭০ সালে সংখ্যাগরিষ্ট ভোট পেয়েও তিনি বলেছেন ‘আমি প্রধানমন্ত্রীত্ব হতে চাইনা, মানুষের অধিকার চাই’। বঙ্গবন্ধু সারা জীবন সাধারণ মানুষের কথা ভাবতেন।
তিনি বলেন, গুম হত্যাকান্ডের জন্য বেগম জিয়া জাতিসংঘের তদন্ত চান। অথচ পেট্রোল বোমায় যারা নিহত হয়েছেন বেগম জিয়া সে সময় বলেছেন পেট্রোল বোমা মেরেছে আওয়ামী লীগ ও পুলিশ। পেট্রোল বোমার মেরে যে হত্যা করা হয়েছে তার বিচার চান না কেন।

Tags: