muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

আসছে ঈদে নায়লা নাঈমের মাস্তি আনলিমিটেড

11930922_410863442445560_7837078276924780472_o
বিনোদন ডেস্কঃ কোরবানি ঈদে নায়লা নাঈম ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার। এবারের ঈদে ছোট পর্দায় দেখা যাবে আলোচিত এ মডেলের নাটক।

আরটিভির জন্য নির্মিতব্য এ নাটকটির নাম ‘মাস্তি আনলিমিটেড’। এটি পরিচালনা করছেন মাবরুর রশীদ বান্নাহ। মঙ্গলবার থেকে রাজধানীর উত্তরায় এর কাজ শুরু হয়েছে।
পরিচালক বান্নাহ বললেন, ‘এটি মূলত তারুণ্যের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। যেখানে এ প্রজন্মের ছেলে-মেয়েদের বিভিন্ন কথা থাকবে।’

তিনি জানালেন, এটা ব্যান্ডেড ফিকশন। ম্যাক্স কোলা এর পৃষ্ঠপোষক।
২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন নায়লা। সম্প্রতি তিনি ‘রাত্রির যাত্রী’ ছবিতে আইটেম কন্যা হিসেবে যুক্ত হয়েছেন। সিনেমার আইটেম গানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে ‘রানআউট’ ছবিতে একই ভূমিকায় কাজ করেছেন। এর বাইরে নায়লা কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন ‘মারুফ টাকা ধরে না’ নামের একটি ছবিতে।

Tags: