muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

একদিনে আরও ২০ পরিবারের ৭৮ জন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে

মিয়ানমার থেকে একদিনে নতুন করে আরও এসেছে ২০ পরিবারের ৭৮ জন রোহিঙ্গা। বুধবার দিনের বিভিন্ন সময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা।

নতুন আসা রোহিঙ্গা আবদুল্লাহ জানান, ঘরের পাশে একটি ছোট জমি আছে। যেখানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছিলাম। সেই জমিতে লাগানো আছে গাছপালা ও কৃষি। মুসলিম হওয়ায় সেই জমিতে চাষ করতে দিচ্ছে না সেনারা। তাই খাবার সংকটে বাংলাদেশে চলে এসেছি।

টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ২০ পরিবারের ৭৮ জন রোহিঙ্গা।

তাদের প্রথমে সাবরাং ইউনিয়নের হারিয়াখালীতে সেনাবাহিনীর ত্রাণকেন্দ্রে নেয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণ, ত্রিপল ও একটি করে কম্বল দিয়ে গাড়িতে করে দুপুরে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।

Tags: