muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরামের হামদ নাত মাহফিল

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। স্বাধীনতাযুদ্ধে শাহাদাৎবরণকারী সকল শহীদদের প্রতি উৎসর্গ করে বৃহস্প্রতিবার রাতে কিশোরগঞ্জে দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরামের আয়োজনে পুরাতন স্টেডিয়ামে হামদ নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক মাও. আজহার আলী আনোয়ার শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বাংলাদেশের প্রতিথযশা সংগীত শিল্পীরা হামদ নাত ও গজল পরিবেশন করেন। বাজনা ছাড়াই শিল্পীদের পরিবেশনায় স্টেডিয়ামের অঙ্গন সুরের মুর্ছনায় সকলকে মুগ্ধ করে তোলে।

বিশিষ্ট কলামিষ্ট যুবায়ের আহমেদের মনোমুগ্ধকর পরিচালনায় এতে সংগীত পরিবেশন করেন বিখ্যাত শিল্পী আসহাব উদ্দিন আল আজাদ,কলরবের ইয়াসিন আরাফাত, সিফাতুল্লাহ জামী,আমিনুল ইসলাম মামুন,দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরামের পরিচালক শরীফ জামী, আবু উবায়দা,বুরহান জামী, বদরুল ইসলাম ইমরান,জাহাঙ্গীর আব্বাদ, শামসুল ইসলাম,মাসুম জামী,কামরুল ইসলাম,যোবায়ের হাসান কিশোর,সাজ্জাদ মাহমুদ রজিন,হাবিবুল্লাহ মুরাদ।

কিশোর শিল্পীদের মাঝে গাইবেন সাইদ বিন সাইফ,,ইরফান মাহমুদ রিফাত,আবু নাইম,আবু তৈয়ব, সাইয়েদ,মনিরুজ্জামান হিশাম,ফজলে রাব্বানি,শাহরিয়ার আতিক,সালমান বিন আতহার,আবির মাহমুদ আতিক,মিজানুর রহমান,মাসুম বিল্লাহ,নাহিদুল ইসলাম অলি,আব্দুল্লাহ আল মুবিন, ওয়ালি উল্লাহ,জাহিদুল ইসলাম রফিক, রহমতুল্লাহ কাজল,আব্দুল্লাহ শাকির, আল মামুন,মামুন আহসান,এনামুল হক,মুবারক হুসাইন,নৌশাদ,শরীফ আহম্মেদ এবং মুস্তফা ।

উল্লেখ্য, ২০০৪ সালে কিশোরগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত হয় দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরাম। সেই সাথে দিশারীর ১৪ বছর পদার্পণ উপলক্ষে এই প্রথম মহান স্বাধীনতার মাসকে ঘিরে আয়োজন করে হামদ নাত গজল মাহফিল।

Tags: