muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

আট দিনের ব্যবধানে ভৈরবে এক ছাত্রীকে ট্রেনের কাটা থেকে উদ্ধার করেন সাংবাদিক সজীব আহমেদ

নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের ভৈরবে নিজের জীবনকে বাজী রেখে নিশ্চিত ট্রেনে কাঁটা পড়া থেকে ভৈরব রেল স্টোশন থেকে তামান্না আক্তার নামে এক ছাত্রীকে উদ্ধার করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ও কেটিভি বাংলার এর ভৈরব প্রতিনিধি সাংবাদিক সজীব আহমেদ আজ (২৬ মার্চ) সোমবার বিকেল ৫ টা দিকে নোয়াখালী গামী উপকূল এক্সপ্রেস দ্রুতবেগে ভৈরব রেলস্টেশন অতিক্রম করার কালে ১নং প্লাটফর্ম থেকে দৌড়ে উঠতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়।
বৃষ্টি কারণে সাংবাদিক সজীব আহমেদ রেলস্টেশন অপেক্ষা করতেছিল সেই মুহূর্তে শত শত যাত্রী সামনে জীবনের ঝুকি নিয়ে দৌড়ে এসে মেয়েটিকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে।
স্টেশন এ অসংখ্য অপেক্ষারত যাত্রীর অনেকেই তাকিয়ে দেখছিল। কিন্তুু ভয়ে কেউ মেয়েটিকে সড়াতে যায়নি।
এই সময় প্রত্যক্ষকদশী এক ব্যক্তি বলেন গত ১৮ মার্চ রবিবার বিকালে ভৈরব রেলওয়ে থানা নাজমুন হক নামে কনেষ্টবল গাজীপুরে এক বৃদ্ধকে উদ্ধার করেছিল আজ ঠিক একি সময় সাংবাদিক সজীব আহমেদ মেয়েটিকে উদ্ধার করে।
উদ্ধারক্ষিত মেয়েটি বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা চটীগ্রাম এলাকায়। সেই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী।

Tags: