muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

আপনি জানেন কি? গুগল আপনার গতিবিধি,কথাবার্তা রেকর্ড করছে!

google_logo
তথ্য প্রযুক্তি ডেস্কঃ ব্যক্তিস্বাধীনতা বলে আক্ষরিক অর্থেই আর কিছু নেই। আপনার গতিবিধিই শুধু নয়, আপনি সারাদিন যা কথা বলছেন, সব সে শুনছে। রেকর্ডিংও করছে। সোজা কথায়, আপনার জীবনযাপন, গোপন কথা, ব্যক্তিগত কাজ– সব কিছু সে জেনে ফেলছে প্রতিনিয়ত। প্রতিমুহূর্তে। সে আর কেউ না, এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল।

জানা গিয়েছে, আপনি কম্পিউটার বা মোবাইলে যা ভয়েস সার্চ করেন, তা-ই রেকর্ড করে নেয় সেই মুহূর্তেই। এখই সঙ্গে গুগল-এ আপনি যা লিখে সার্চ করেন, গুগলও আপনাকে ওই সময় ট্র্যাক করে নেয়। এবং আপনার ই-মেল বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রোফাইলে সেই সম্পর্কিত বিজ্ঞাপন দিতে থাকে। অর্থাত্‍‌, খেয়াল করে দেখবেন, আপনি যদি গুগল সার্চে জামা-কাপড় বা ঘড়ি সার্চ করেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের প্রোফাইলে দেখবেন, কিছুক্ষণ পরেই সেই জিনিসের বিজ্ঞাপন।
গুগল-এর অবশ্য বক্তব্য, কারও ব্যক্তি নিরাপত্তা না কগলানোর জন্য নয়, নিজেদের সার্চ ইঞ্জিনকে আরও উন্নত করে মানুষের উপকারের জন্যই এই ব্যবস্থা।

সূত্র : এই সময়

Tags: