muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘মেধা তালিকায় টিকলেও জামায়াত-শিবিরদের চাকরি দেয়া যাবে না’

ডেস্ক রিপোর্ট : ‘মেধা তালিকায় টিকলেও জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের চাকরি দেয়া যাবে না। তারা শত মেধাবী হলেও তাদের চাকরি দেয়া বন্ধ করতে হবে। মেধার যাচাইয়ে তাদের চাকরি দিলে সরকারি চাকরিতে এসে তারাই সরকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী ও স্বাধীনতা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হবে’। বলেছেন নৌ-পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান। গতকাল শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউজে পরিবহন নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াত-শিবির ও জঙ্গীদের যেসকল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, স্কুল-কলেজ, ব্যাংক-বীমা, হাসপাতাল সব সরকারের অনুকূলে নিয়ে আসতে হবে। এবং যারা সরকারের মধ্যে মুখোশ পড়ে ঘাপটি মেরে আছে, যারা স্বাধীনতা বিরোধী তাদের চিহ্নিত করে চাকরিচুত্য করতে হবে। তবেই স্বাধীনতাবিরোধীদের পেছনে যাওয়া অর্থ যোগান বন্ধ হয়ে যাবে।

পরিবহন নেতাদের এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেনী ১ আসনের সংসদ সদস্য জাসদ নেত্রী শিরিন আখতার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহার আরা বেগম সুরমা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ।

Tags: