muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ‘Zohar’ (Your IT Solution) এখন বিজ্ঞান একাডেমীতে

প্রেস বিজ্ঞপ্তি ।। ২০১৫ সালে “অনলাইনে আয় করুন সাবলম্বী হউন” এই স্লোগান নিয়ে মুশফিকুল সিরাত, (বি.বি.এ, এল.এল.বি) ও সামসুদ্দিন বাবু (বি.সি.এস-৩৪), উদ্যোগে Zohar (Your IT Solution), জেমিনি রোড, গাইটাল, কিশোরগঞ্জে প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি নানা আইটি ট্রেইনিং পরিচালনা করে Zohar, যেখান থেকে তৈরি হয়েছে বেশ কিছু সফল ফ্রিল্যান্সার। Zohar থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র কামরুল প্রায় ৫,০০০/- (পাচঁ হাজার) ডলার, যা বাংলাদেশের টাকায় ৪,০০,০০০/- টাকা পার্ট টাইম কাজ করে উপার্জন করেছেন। সম্প্রতি সরকারি এল.আই.সি.টি নামক আর্ন্তজাতিক প্রকল্পের মাধ্যমে ১৫০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী সম্পূর্ণ সরকারি খরচে Zohar হতে আর্ন্তজাতিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। যা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, আমেরিকার এফিলিয়েটেড সরকারি সার্টিফিকেট কোর্স ছিল। যেখান থেকে অসংখ্য ওয়েব ও গ্রাফিক্স ডিজাইনার তৈরি হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানিক উদ্যোগে সুদক্ষ প্রশিক্ষক দ্বারা ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, SEO, FOREX ইত্যাদি কোর্স সফল ভাবে পরিচালনা করেছে Zohar (Your IT Solution)

২০১০ সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের সফল কোচিং সেন্টার বিজ্ঞান একাডেমীতে, আজ প্রগতিশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব, আধুনিক তথ্য ও প্রযুক্তির স্বপ্নদ্রষ্ঠা কিশোরগঞ্জ কোর্টের বিজ্ঞ আইনজীবী (পি.পি) এড. শাহ আজিজুল হক, বিজ্ঞান একাডেমিতে কম্পিউটার ল্যাব ও একাডেমিক আই.সি.টি ট্রেইনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম (পরিচালক) বিজ্ঞান একাডেমি ও মুশফিকুল সিরাত (সি.ই.ও), শফিকুল ইসলাম (সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল ডাইরেক্টর)। এটিএম এনামুল হক (ব্যবস্থাপক ও সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার) তড়যধৎ ও জামিল নূর (ব্যবস্থাপনা পরিচালক) শাইনিং হোম প্রাইভেট লিমিটেড, কিশোরগঞ্জ।

Tags: