muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে মেক্সিকোর চমক

স্পোর্টস রিপোর্ট ।। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে শুভ সূচনা করেছে মেক্সিকো। উত্তর আমেরিকার দেশটি জার্মানদের হারিয়েছে ১-০ গোলে।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এফ গ্রুপের ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় রোববার রাত ৯টায়।

টানা তৃতীয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল হিসেবে প্রথম ম্যাচে হার সঙ্গী করল জার্মানি। ২০০৬ সালের চ্যাম্পিয়ন ইতালি ২০১০ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচেই হেরেছিল। সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন হারে ২০১৪ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচেই।

ফুলটাইম: জার্মানি ০-১ মেক্সিকো।

মজার তথ্য: জার্মানি বিশ্বকাপের কোনো ম্যাচে সবশেষ আগে গোল খেয়েছিল ১৯৯৮ সালের টুর্নামেন্টে এবং শেষ পর্যন্ত তারা ম্যাচটা জিতেছিল। আর ম্যাচটা ছিল এই মেক্সিকোর বিপক্ষেই (২-১)। এবার সেটার পুনরাবৃত্তি ঘটবে?

প্রথমার্ধ শেষে: জার্মানি ০-১ মেক্সিকো।

৩৯ মিনিট: অব দ্য বার! ডি বক্সের সামনে ফ্রি-কিক পেয়েছিল জার্মানি। টনি ক্রুসের জোরালো শট মেক্সিকোর গোলরক্ষক  গিলের্মো ওচোয়ার হাত ছুঁয়ে বারে বাধা পায়।

৩৫ মিনিট: গোল! জার্মানি ০-১ মেক্সিকো! ম্যাচের শুরু থেকেই জার্মানির রক্ষণে ভীতি ছড়িয়েছেন হিরভিং লোজানো। অবশেষে সেটির পুরস্কার পেলেন মেক্সিকোর এই ফরোয়ার্ড।  তার গোলেই জার্মান সমর্থকদের হতাশায় ডুবিয়ে লিড নিয়েছে মেক্সিকো। হাভিয়ের হার্নান্দেজ বাঁ দিকে বল বাড়ান লোজানোকে।  এক ডিফেন্ডারকে দারুণভাবে কাটিয়ে কোনাকুনি দিয়ে লক্ষ্যভেদ করেন লোজানো।  জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে রাশিয়ায় গেছে রাশিয়া। সবশেষ দেশ হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি ব্রাজিলের (১৯৬২)। অন্যদিকে মেক্সিকো শেষ ছয় বিশ্বকাপেই শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে।

Tags: