muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

শোলাকিয়ার প্রধান প্রধান সড়কে গেইট তৈরী, শহর সুসজ্জিতকরণ

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ ।।  উপমহাদেশের সর্ববৃহত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ১৯১ তম পবিত্র ঈদ উল ফিতরের জামাতে আসা মুসুল্লীদেরেকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ পৌরসভার উদ্যেগে প্রধান প্রধান সড়কে গেইট তৈরী ও শহর সুসজ্জিত করা হয়েছে।

এতে করে কিশোরগঞ্জের রাস্তাঘাটে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কালিমায়ে তাইয়্যিবা ও ঈদ মোবারক খচিত ব্যানার,ফেস্টুন ও পতাকা দারা শোলাকিয়া ঈদগাহ মাঠের অশপাশের রাস্তাঘাট ও শহর সুসজ্জিত করা হয়েছে।

শোলাকিয়া মাঠে আগত মুসল্লীদেরকে স্বাগত জানিয়ে এসব ব্যানার জেলা শহরের বিভিন্ন মোড় ও রাস্তাঘাটে সাটিয়ে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ জানান,জেলা প্রশাসনের ও শোলাকিয়া মাঠ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা সদরের বিভিন্ন মোড়ে ও রাস্তায় ইফার উদ্যোগে ব্যানার ও ফেস্টুন তৈরী করে সাটিয়ে দেওয়া হয়েছে।

 

Tags: