নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ ।। উপমহাদেশের সর্ববৃহত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ১৯১ তম পবিত্র ঈদ উল ফিতরের জামাতে আসা মুসুল্লীদেরেকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ পৌরসভার উদ্যেগে প্রধান প্রধান সড়কে গেইট তৈরী ও শহর সুসজ্জিত করা হয়েছে।
এতে করে কিশোরগঞ্জের রাস্তাঘাটে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কালিমায়ে তাইয়্যিবা ও ঈদ মোবারক খচিত ব্যানার,ফেস্টুন ও পতাকা দারা শোলাকিয়া ঈদগাহ মাঠের অশপাশের রাস্তাঘাট ও শহর সুসজ্জিত করা হয়েছে।
শোলাকিয়া মাঠে আগত মুসল্লীদেরকে স্বাগত জানিয়ে এসব ব্যানার জেলা শহরের বিভিন্ন মোড় ও রাস্তাঘাটে সাটিয়ে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ জানান,জেলা প্রশাসনের ও শোলাকিয়া মাঠ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা সদরের বিভিন্ন মোড়ে ও রাস্তায় ইফার উদ্যোগে ব্যানার ও ফেস্টুন তৈরী করে সাটিয়ে দেওয়া হয়েছে।