muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুলিয়ারচর পৌরশহরের কৌতেরকান্দি মহল্লার ফেরদৌস মিয়ার ছেলে পাভেল (১৮) ও একই মহল্লার করিম মিয়ার ছেলে মো. নাঈম (১৮)। পেশায় দুজনই জুতার কারখানার কারিগর।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাদিয়া ইসলাম লুনা মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, সকালে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় দুই যুবককে আটক করে স্কুলের ছাত্র-শিক্ষকরা। পরে প্রধান শিক্ষক বিষয়টি প্রশাসনকে অবহিত করলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

Tags: