কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুলিয়ারচর পৌরশহরের কৌতেরকান্দি মহল্লার ফেরদৌস মিয়ার ছেলে পাভেল (১৮) ও একই মহল্লার করিম মিয়ার ছেলে মো. নাঈম (১৮)। পেশায় দুজনই জুতার কারখানার কারিগর।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাদিয়া ইসলাম লুনা মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, সকালে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় দুই যুবককে আটক করে স্কুলের ছাত্র-শিক্ষকরা। পরে প্রধান শিক্ষক বিষয়টি প্রশাসনকে অবহিত করলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।