muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দেড় লাখ শ্রমিক নেবে কাতার, আশা মন্ত্রীর

কাতার সফর শেষে সোমবার ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই আশাবাদ প্রকাশ করেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “এ সব শ্রমিক যেন শূন্য অভিবাসন ব্যয়ে যেতে পারে, এ বিষয়ে কাতার সরকারের সঙ্গে কথা হয়েছে।”

file (1)বাংলাদেশ থেকে ৫০ হাজার শ্রমিক নেওয়ার কথা কাতার ইতোমধ্যে জানিয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শ্রমিক পাঠানো শুরু হবে।

গত ২৩ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতার সফর করেন। চার দিনের এ সফরে কাতারের শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী আব্দুল্লাহ সালেহ মুবারাক আল খুলাইফির সঙ্গে বৈঠক হয় তাদের।

খন্দকার মোশাররফ বলেন, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছেন কাতারের মন্ত্রী।

“কাতার সব সময় বাংলাদেশি শ্রমিকদের কাছে জনপ্রিয় হলেও এতদিন আমরা অগ্রাধিকার পাচ্ছিলাম না। কাতারের অগ্রাধিকারের তালিকায় ছিল ভারত, নেপাল এবং ফিলিপাইন। তবে তারা আমাদের কথা দিয়েছে বিশ্বকাপ উপলক্ষে তারা বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিক নেবে।”

Tags: