মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, ‘রেড অ্যালার্ট নয়, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে বিমানবন্দরে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ঢিলেঢালা ভাব চলছিল। কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঢিলেঢালা ভাব চলে না। তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।’
দুই বিদেশি হত্যার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে। এ বিষয়ে শিগগির আপনাদের জানানো হবে।’
এর আগে বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।