muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুনেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট -২০১৮ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই বুধবার বিকেলে কুলিয়ারচর সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জ্যোতিশ্বরপাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, পৌর সভার প্যানেল মেয়র-২ মোজাম্মেল হক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন, মোছাঃ নাছিমা বেগম,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শেখ মোঃ জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক হারিছ, বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম আবিরাজ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরীফুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ নাঈমুজ্জামান নাঈম, ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃজাকারিয়া, ৪১ নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ঃ নূরুল আলম রাশিদ, আলী আকবরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ হাবিবুর রহমান সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

খেলায় উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বড়চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। ৩-০ গোলে বড়চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Tags: