ক্রিশ্চিয়ানো রোনালদো জুভন্তাসে যাওয়ার পর থেকেই ইতালিয়ান সিরি’আ লিগ চলে এসেছে আলোচনায়। এবার ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমকে বার্সেলোনা দলে ভেড়ানোর পর রোমার সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। রোমার সঙ্গে প্রায় চুক্তি হয়েই গিয়েছিল ম্যালকমের। এমন ‘ছিনতাই’ এর ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ রোমা। ম্যালকমের বিনিময়ে এবার লিওনেল মেসিকে চায় তারা!
ম্যালকমের সঙ্গে রোমার আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও মৌখিক কথাবার্তা হয়েছিল। এমনকি স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। এমন মুহূর্তে ম্যালকমকে একপ্রকার ছিনিয়ে নিয়েছে কাতালান জায়ান্টরা। এ জন্য অবশ্য ইতালিয়ান ক্লাবটির কাছে ক্ষমা চেয়েছেন বার্সা সভাপতি। কিন্তু রোমা সভাপতি জেমস প্যালোত্তা এতে মোটেও খুশি হতে পারেননি।
ইতালিয়ান এক রেডিওকে রোমার প্রেসিডেন্ট বলেছেন, ‘বার্সা অনেকটা অনৈতিকভাবে এখানে প্রবেশ করেছে। স্পোর্টিং ডিরেক্টর মঞ্চির সঙ্গে ম্যালকমের এজেন্ট ও বোর্দো সভাপতির কথাও হয়েছিল। মৌখিক চুক্তিও হয়েছিল। আমরা বুঝতে পেরেছি আমাদের কি করা উচিত এবং বোর্দো আশা করি সন্তুষ্ট।’
বার্সেলোনার ক্ষমা চাওয়া প্রসঙ্গে জেমস প্যালোত্তা আরও বলেন, ‘বার্সেলোনা আমাদের কাছে ক্ষমা চেয়েছে বটে, কিন্তু আমরা তাদের এত সহজে ক্ষমা করব না। তাদের ক্ষমা করতে পারি এক শর্তে, যদি তারা মেসিকে আমাদের কাছে বিক্রিতে রাজি হয়।’