কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রামে এক কিশোরীকে ইভটিজিংয়ের দায়ে আবদুর রহমান (৩০) নামে এক যুবককে ১বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.কে.এম গোলাম মোর্শেদ খান।
শুক্রবার দুপুরে বনগ্রাম থেকে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে আটক করা হয়।
জানা যায়, বেশ কয়েকদিন ধরে স্কুল পড়ুয়া এক কিশোরীকে প্রায়ই রাস্তায় ইভটিজিং করে বখাটে যুবক আবদুর রহমান (৩০)। ইভটিজিংয়ের অভিযোগ পেলে কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.কে.এম গোলাম মোর্শেদ খান তাকে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধির ৫০৯ ধারায় ১বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.কে.এম গোলাম মোর্শেদ খান, কটিয়াদী মডেল থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আলমগীর কবীর,এ.এস.আই মোকলেছুর রহমার প্রমুখ।