নিজ জেলার হীরের টুকরোদের সম্মাননা দিয়ে প্রশংসিত হয়েছে কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ। শুক্রবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে টিএসসি অডিটরিয়ামে আয়োজিত নবীন বরণ, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা-২০১৮ অনুষ্ঠানে সংগঠনটি এ সম্মাননা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য প্রথিত যশা সাহিত্যিক, কলাম লেখক জনাব রাহাত খান, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন, সাবেক সেনা প্রধান জেনারেল মো. আব্দুল মুবীন।
এছাড়াও অনুষ্ঠানে হামিদুজ্জামান খান (অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয়), নীলুফার নাহার (অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয়) বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে ভাটির শার্দুল, বাংলাদেশের মহামাণ্য রাষ্ট্রপতি এডভোকেট মো. আব্দুল হামিদকে আজীবন সম্মাননা পদক ও বাংলাদেশের সুস্থধারা রাজনীতির ধারক, বাহক ক্লিন ইমেজের রাজনীতিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে (রাজনীতিতে) গুণীজন সম্মাননা পদক প্রদান করা হয়। সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে সম্মাননা পদকটি তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান গ্রহন করেন।
এছাড়াও সংগঠনটি বীর উত্তম এ.টি.এম হায়দার (মুক্তিযুদ্ধ), বীর প্রতীক ডা. সিতারা বেগম (মুক্তিযুদ্ধ), রাহাত খান (সাংবাদিকতা ও সাহিত্য), আবুল কাশেম ফজলুল হক (শিক্ষা), ডঃ নীলুফার নাহার (গবেষনা), অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী (পরিবেশ রক্ষায়), বিপ্লব কুমার সরকার(প্রশাসন), কামাল হোসেন বাবর (অভিনয়), সাইমন সাদিককে (অভিনয়) বিশেষ সম্মাননা পদক প্রদান করে।
অনুপ্রেরনা ও সার্বিকভাবে সহযোগীতা করার জন্য সংগঠনটি এক সময়ের ছাত্র সমাজের অহংকার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কর্নফুলী গ্যাস ফিল্ডের পরিচালক রাসেদুল মাহমুদ রাসেলকে সম্মাননা পদক প্রদান করে।