muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটিং সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সমুহে কাব স্কাউট সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত নতুন স্কাউট কাব ও গার্ল স্কাউটদের মাঝে স্কাউট সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ ও সদর উপজেলার ব্যবস্হাপনা ২৯ জুলাই বিকাল ৩ টায় কিশোরগঞ্জ ক্লাব কনফারেন্স রুমে আলোচনা সভার মধ্যদিয়ে (কাব স্কাউটিং বই – ১সেট, কাব স্কাউট ইউনিট পতাকা – ১টি, স্কার্ফ – ২৪টি, ওয়াগল – ২৪ টি, সদস্য ব্যাজ – ২৪টি, টেনিস বল – ৪ টি, রাবার রিং – ৪ টি, নটিং বোর্ড – ১ টি ও প্রয়োজনীয় স্কাউট লাটি এবং স্টেশনারী সামগ্রী) এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম শফিক, জেলা রোভার স্কাউটের কমিশনার প্রফেসর রবিন্দ্রনাথ চৌধুরী। উপজেলা স্কাউটের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটেরর কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন শাহীন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোঃ আবুল হাসেম, সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি এডঃ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, প্রশাসনের কর্মকর্তাসহ স্কাউটের জেলা উপজেলার নেতৃবৃন্দ, সাংবাদিক ও আগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

Tags: