পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের উদ্যেগে উপজেলার মৃগা, জয়সিদ্ধী, এলংজুড়ী, বাদলা ও ধনপুর ইউনিয়নের মোট ৪ হাজার ৩ শত ৪৫ জন উপকার ভোগীসহ অন্যান্য পরিবারের গবাদিপশু ও হাসঁ মুরগী কে রোগ বালাই থেকে রক্ষার উদ্দেশ্য পর্যায় ক্রমে ভ্যাকসিনেশন ক্যাম্প হয়ে আসছে। তারই ধারা বাহিকতায় মঙ্গল বার সকালে এলংজুড়ি ইউনিয়নের নয়া নগর গ্রামে ভ্যাকসিনেশন ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের ইটনা উপজেলা ম্যানেজার মোঃ শওকত উছমান, পপি সৌহার্দ্য থ্রি প্রকল্পের মার্কেট ফ্যাসিলেটর আলী ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর খলিলুর রহমান সহ গ্রাম উন্নয়ন কমিটির সদস্য বৃন্দ ও অন্যান্য কমিউনিটি ভলানটিয়ার বৃন্দ।