muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে যানবাহনের কাগজপত্র যাচাই বাছায়ে পুলিশের তৎপরতা

রাজধানীর এয়ারপোর্ট রোডে ২ কলেজ শিক্ষার্থীর মৃত্যু এবং পরের দিন একই কায়দায় কুমিল্লায় এক ছাত্রী নিহতের ঘটনায় কোমলমতি শিশুদের আন্দোলন শুরু হয়।

এ আন্দোলনকে ঘিরে সারা দেশে সকল প্রকার যানবাহনের ফিটনেস, কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই বাচায়ের বিশেষ অভিযানের অংশ হিসেবে কিশোরগঞ্জের কুিলয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কসহ বিভিন্ন রাস্তায় সকল প্রকার যানবাহনের ফিটনেস ,কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই বাচাইয়ে তৎপর রয়েছে পুলিশ । গত ১ আগস্ট থেকে কুলিয়ারচর থানা পুলিশ উপজেলার বিভিন্ন রাস্তায় কাগজপত্র যাচাই বাচাইয়ের মাধ্যমে অনিয়ম পাওয়া চালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করে যাচ্ছে ।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে ।

 

Tags: