রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় সহপাঠী নিহতের ঘটনায় দোষী চালকের বিচার, নিরাপদ সড়ক ও নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবিতে কিশোরগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ আগষ্ট) সকালে জেলা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
পরে তাঁরা আখড়া বাজার এলাকায় সমাবেশে মিলিত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের সহপাঠীর মৃত্যু হয়েছে। আমরা আমাদের ভাই হত্যার বিচার দাবিতে আন্দোলনে নেমেছি। আমরা কারো উসকানিতে আন্দোলন করছি না। দোষী চালকের বিচার, নিরাপদ সড়ক ও নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ চাই।
শিক্ষার্থীরা আরও বলেন, সরকার আমাদের আন্দোলন দমানোর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে। কিন্তু সরকারকে বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমাতে পারবে না।