আইসিসির করা বিশ্বকাপের সেরা দশ বোলিংয়ে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার রুবেল হোসেন।
বিশ্বকাপে রুবেল হোসেন সেরা বোলিং করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। যে ম্যাচে বাংলাদেশ এক রকম ছিটকেই যাচ্ছিল,
সেখানে রুবেল ঝলকে সব কুপোকাত। অবিশ্বাস্য এক ওভারে দুটো উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে তুলে দেন কোয়ার্টার ফাইনালে। দুর্দান্ত রির্ভাস সুইংয়ে উপড়ে ফেলেছিলেন স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসনের স্টাম্প। ম্যাচে তাঁর বোলিং ফিগার: ৯.৩-০-৫৩-৪।
ইংল্যান্ডের বিরুদ্ধে রুবেলের করা সেই বোলিংয়ের বিশদ বিবরণ রয়েছে আইসিসির সেই লেখায়।
রুবেল ছাড়াও সেরা দশ বোলিংয়ে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের হামিদ হাসান ও শাপুর জারদান, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, জেমস ফকনার, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, ভারতের রবিচন্দ্রন অশ্বিন।