কিশোরগঞ্জের কটিয়াদীতে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে মো. মাছুম মিয়া (২২) নামে এক কোরআনে হাফেজের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মাছুম কটিয়াদী পৌর সভার চরিয়াকোনা মহল্লার মো. হেলাল উদ্দিনের পুত্র। পুকুরের পানিতে ডুবে যাওয়া মাছুমকে বাঁচাতে গিয়ে শুভ আহম্মেদ (২০) নামে এক যুবক অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধায় কটিয়াদী সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পুকুরে।
হাফেজ মাছুমের চাচাতো ভাই মো. হিমেল মিয়া জানান, মাছুম গত দুই বছর পূর্বে হাফেজ হওয়ার পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর থেকেই সে বিভিন্ন মসজিদে মসজিদে থাকতো। শুক্রবার সন্ধায় গোসল করার জন্য পুকুরে নামলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুপুর সাহা জানান, পানিতে ডুবে পুকুরেই মাছুমের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে শুভ আহম্মেদ নামের একজন অসুস্থ হয়ে পড়ে। তার ফুসফুসে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এধরনের চিকিৎসা এখানে না থাকায় তাকে ভাগলপুর জহুরল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।