কিশোরগঞ্জ তাড়াইলের রাউতি গ্রামে মঞ্জিলে মুসাফির অন্তিম নিবাস গোরবস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মহাব্যবস্থাপক বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, বেপজা (মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়) অালহাজ্জ ফজলুর রহমান ভূঁইয়া। রাউতি ইউনিয়নের চেয়ারম্যানে সভাপতিত্বে অালোচনা সভায় বক্তৃতা প্রদান করেন কিশোরগঞ্জ জেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অাশরাফ অালী খান, তাড়াইল উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, মঞ্জিলে মুসাফির অন্তিম নিবাসের উপদেষ্টা কমিটির সভাপতি এ, কে, এম জিল্লুর রশিদ খান, গোরবস্থান পরিচালনা কমিটি সভাপতি অা. সালাম মিয়া, জনাব ফারিক উদ্দিন খান, শাহজাহান খান, অাবুল হাসেম প্রমুখ। সভা সঞ্চালনা করেন বিপুল মেহেদী ও ঈসমাইল হোসেন খান সুমন। এঅনুষ্ঠানের গ্রামের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিল।