কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্র ঝণ কার্যক্রম জোরদার করণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৫দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান খান। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হুমায়ন আহমেদ কবীর ভুইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার মো. রুকুনুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণে উপজেলা সদরের বিভিন্ন ইউনিয়নের দলনেতা সভানেত্রী ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।