muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে বাস চলাচল শুরু, দূরপাল্লায় যাত্রী কম

অঘোষিত ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় কিশোরগঞ্জ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (০৬ আগস্ট) সকাল থেকে জেলা শহরের গাইটাল বাস টার্মিনাল ও বত্রিশ বাস স্ট্যান্ড থেকে আগের নিয়মে বাস চলাচল শুরু হয়। তবে দূরপাল্লার বাসের যাত্রীদের তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি। এছাড়া অভ্যন্তরীণ রুটে বিগত সময়ের মতোই সকাল থেকে যাত্রী হচ্ছে বলে জানিয়েছেন কাউন্টার ইনচার্জরা।

কাউন্টার ইনচার্জরা জানান, সকাল থেকেই ঢাকাগামী বাসগুলো যাত্রী নিয়ে রওনা দেয়ার জন্য টার্মিনালে প্রস্তুতি নিয়েছে। তবে যাত্রীর সংখ্যা অনেকটাই কম থাকায় সকাল ৮টার আগে কোনো গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।

জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি উজান ভাটি পরিবহন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মানিক জানান, সকাল আমাদের পরিবহনগুলো রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আশা করা যাচ্ছে যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ :

কিশোরগঞ্জের সাথে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ

Tags: