কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন, সোনার বাংলাদেশ বিনির্মাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সোমবার সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৫দিন ব্যাপী উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্র ঝণ কার্যক্রম জোরদার করণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ চেষ্টা করলে সব কিছু পারে। অল্প অল্প পুঁজি জমা করে একদিন বৃহৎ আকার ধারণ করবে। আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী দিয়ে সন্তানের ভালো করতে পুরোপুরি সম্ভব না। কিন্ত অভিভাবকরাই পারে একমাত্র সন্তানকে ভালো করে গড়ে তোলতে। মনে রাখবেন প্রশিক্ষণধব্দ জ্ঞাণ দিয়ে নিজের দক্ষতা অর্জন করা সম্ভব।
প্রশিক্ষণে অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হুমায়ন আহমেদ কবীর ভুইয়া,সদর যুব উন্নয়ন অফিসার জেড এ শাহাদাৎ হোসেন, শিক্ষা অফিসার একে ফজলুল হক প্রমুখ। প্রশিক্ষণে উপজেলা সদরের বিভিন্ন ইউনিয়নের দলনেতা সভানেত্রী ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।