কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকগণ।
সোমবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্র-শিক্ষক-অভিভাবক আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং মিষ্টি বিতরণ করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সবিতা রানী দেবী বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা, আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি। কলেজটি সরকারি হওয়ায় এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
Tags: