muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত, বাসে আগুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস- সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন।

আজ ১৫ আগস্ট বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে রাস্তার উপজেলার কোনাপাড়া নামক স্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী, ঢাকা মেট্রো-ব-১৫-০৮৭৮ যাত্রীবাহী যাতায়াত নামক একটি বাসের সাথে ভৈরব থেকে কটিয়াদীগামী একটি নাম্বার বিহীন সিএনজি’র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থলে আবুল হোসেন (১৮) নামক এক সিএনজি চালক ও সিএনজি’র যাত্রী বাহার মিয়া (৫০) সহ দুই যাত্রী নিহত হয়। অপর দুই যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত আবুল হোসেনের বাড়ি বাজিতপুর উপজেলায় ও নিহত বাহার মিয়ার বাড়ি ভৈরব উপজেলার মিরারচর গ্রামে। অপর নিহত ১জন ও আহত ২জনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা ঘটার পরেই স্থানীয়রা বাসে আগুন ধরিয়েদেয়।

খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সংবাদ পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে এসে নিহত ৩ জনের মরদেহ সহ বাস ও সিএনজি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

Tags: