মেঘপ্রেম
এস.এম বিল্লাল
মেঘের সাথে আড়ি
যাবো না আজ বাড়ি
ভিজবো দুজন মিলে
আকাশ ছাতার তলে।
মন ভালোর এই দিনে
দেবো তোমায় , বৃষ্টি এনে
ভিজবে তোমার শাড়ি
হবে উষ্ণতার এক হাড়ি।
বজ্রপাতের মতোন
তোমার ভিজা অঙ্গে নয়ন
আমার হৃদয়ে ওঠে কাঁপন
হতে তোমার আপন।
দিও না, নীড়ের তাড়া
মন হয়েছে পাগলপারা
আজ ভিজবো বৃষ্টি জলে
মন শুদ্ধ হবে বলে।
Tags: