বাংলাদেশ শিক্ষক সমিতি হোসেনপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ মিছবাহ উদ্দিন হেলাল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দীক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌর মেয়র মোঃ আব্দুল কাইয়ুম খোকন, কিশোরগঞ্জ জেলা শিক্ষক সমিতির আহবায়ক আবু বাক্কার ছিদ্দিক, বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ গোলশান আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফাজুর রহমান খান, কিশোরগঞ্জ জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব হুমায়ুন কবীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম, বিশ্বজিৎ সরকারসহ জেলা- উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন হোসেনপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুনজুর আহম্মদ। দ্বিতীয় অধিবেশনে মুনজুর আহম্মদকে সভাপতি, মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক ও মোস্তাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট হোসেনপুর উপজেলা শিক্ষক সমিতির তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়।