muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

থাইল্যান্ডকে রুখে দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের চেয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের সঙ্গে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। তাই আশা জাগিয়েও এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে যেতে পারল না লাল-সবুজের দল।
সবশেষ ১৯৮৯ সালে ঢাকায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছিল থাইল্যান্ড। এরপর প্রত্যেকবারই হারতে হয়েছে তাদের। ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে অবশ্য বয়সভিত্তিক একটি দলের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছিল।
আজকের ম্যাচের প্রথমার্ধে চেষ্টা করেও গোল পায়নি বাংলাদেশ। তবে ৫২ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় তারা। ২৭ মিনিট এগিয়ে থাকাটা ধরে রাখলেও ৭৯ মিনিটে সমতা ফেরাতে সক্ষম হয় থাইরা। ৭৯ মিনিটে থাইল্যান্ড সমতাসূচক গোল করে।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় সমতা নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় বাংলাদেশ।

 

Tags: