নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগের মামলায় কফি হাউসের মালিক ফারিয়া মাহজাবিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই মাজেদুল ইসলাম সংশ্লিষ্ট থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ফারিয়া মাহজাবিনের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
তবে ফারিয়া মাহজাবিনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালতকে কিছু বলার আছে কি না-জানতে চান বিচারক। তবে তিনি আদালতকে কিছুই বলেননি।
সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান এসব তথ্য জানান।
গতকাল বৃহস্পতিবার রাতে পশ্চিম ধানমন্ডির হাজী আফসার উদ্দিন রোডের নিজ বাসা থেকে ফারিয়া মাহজাবিনকে গ্রেপ্তার করে র্যাব-২।
ধানমন্ডির নার্ডিবিন কফি হাউসের মালিক তিনি। খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন তিনি।