কিশোরগঞ্জের কুলিয়ারচরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গত ১২ আগষ্ট রবিবার বাদ আছর উপজেলার পৌরএলাকার পালটিয়া-মাসকান্দি ঈদগাহ মাটে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌরশহরের পূর্ব গাইলকাটা গ্রামের ফিরোজ মিয়ার নেতৃত্বে প্রায় অর্ধশত লোক মাসকান্দি গ্রামের হোসেন মিয়া, মোঃ আশরাফ ও পালটিয়া গ্রামের বেদেন মিয়ার উপর হামলার প্রতিবাদে অনুষ্টিত প্রতিবাদ সভায় উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক সৈয়দ মোঃ আবুল কালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উছমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাসান সারোয়ার মহসিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা এ ধরনের ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রতিবাদ সভায় এলাকার সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়ারচর বাজার-বাজরা তারাকান্দি সড়ক ও জনপদ রাস্তায় অটো রিকসা চালকদের মধ্যকার ঝগড়া আপোষ মিমাংসার লক্ষে পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের নির্দেশে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ৫ আগষ্ট পৌরসভা হল রুমে এক শালিসের আয়োজন করা হয়। ওই দিন দুপুর ১২ টার দিকে এক পক্ষের লোকজনের মধ্যে মাসকান্দি গ্রামের হোসেন মিয়া (৪৫), আশরাফ (৩৮) ও পালটিয়া গ্রামের বেদের মিয়া (৪২) শালিসে উপস্থিত হওয়ার সময় পৌরসভার অফিসের মূল ফটকে প্রবেশের সাথে সাথে তাদের উপর প্রতিপক্ষ পৌরশহরের পূর্ব গাইলকাটা গ্রামের ফিরোজ মিয়া (৪৭) ও তার লোকজন ধারালো দা লাটি ইত্যাদি দেশীয় অস্ত্রাদী নিয়ে অতর্কিত হামলা করে। স্থানীয়রা হামলায় আহত ৩ জনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহত হোসেন মিয়ার অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় মোঃ আশরাফ বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা নং ০৪(৮)১৮ দায়ের করেন। মামলার আসামীরা মাননীয় আদালত কিশোরগঞ্জের মাধ্যমে জামিনে বের হয়ে বাড়ি এসে মামলার বাদীকে মামলা তুলে আনার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আশরাফ বাদী হয়ে গত ৮ আগষ্ট ৭ জনকে আসামী করে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরী নং ৩২৫ দায়ের করেন।