muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিশোরগঞ্জের কটিয়াদীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে যমুনা মানবিক উন্নয়ন সংস্থা। সোমবার সকালে যমুনা মানবিক উন্নয়ন সংস্থার আয়োজনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় যমুনা মানবিক সংস্থার জাহাঙ্গীর মাহমুদ সভাপতির বক্ত্যব্যে বলেন,আমরা সমাজে বঞ্চিত মানুষের পাশে সবসময় থাকবো। যেকোন কাজে সমাজের মানুষের পাশে থাকার কথা বলেন তিনি। বিতরণ অনুষ্ঠানে মিনহাজুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় উপস্থিত ছিলেন আরিফ আহম্মেদ,ফ্রান্স প্রবাসী আলী আকবর আহম্মেদ সুমন,হারুন অর-রশিদ,বায়েজিদ আহম্মেদ, অনুপ কুমার দে,সোহেল আহম্মেদ প্রমুখ। পরে ২৫০জন দুস্থদের মাঝে চাল, তেল, সেমাই, চিনি হাতে তোলে দেওয়া হয়।

Tags: