muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ক্রিকেটকে বিদায় জানালেন ইলিয়ট

২০১৫ বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে ভূমিকা ছিল অলরাউন্ডার গ্র্যান্ট ইলিয়টের। তার অপরাজিত ৮৪ রান লক্ষ্য টপকাতে ভূমিকা রেখেছিল তখন। কিউইদের সেই তারকাই বিদায় বলে দিয়েছেন ক্রিকেটকে। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিজের ইন্সটাগ্রামে।

ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছিলেন বার্মিংহাম বিয়ার্সের হয়ে। দলটির নেতৃত্বেও ছিলেন। টুর্নামেন্টে ষষ্ঠ হলে কোয়ার্টার ফাইনালে আর যেতে পারেনি তার দল। এরপরেই অবসরের ঘোষণা দেন ইলিয়ট। নিজের ইন্সটাগ্রামে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘জোহানেসবার্গে যা শুরু করেছিলাম তার শেষটা করলাম বার্মিংহামে। মনে পড়ে ১২ বছর বয়সে নিজের লক্ষ্যগুলো লিখে রেখেছিলাম। বিশ্বকাপে খেলতে পারা, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারা এবং কাউন্টিতে খেলতে পারা আমার লক্ষ্য ছিল। এরপর ২৭ বছর আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। যারা এই সময়ে আমার মুহূর্তগুলো স্মরণীয় করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

 

Tags: