ভিডিও বার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মার্কিন দূতাবাস ঢাকার ভেরিফাইড ফেসবুক পেজে ৩৯ সেকেন্ডের এই বার্তাটি আপলোড করা হয়েছে। বিদায়ী এই রাষ্ট্রদূত বাঙালি নারীর ঐহিত্যবাহী পোশাক শাড়ি পরে ভিডিও বার্তায় ভাঙা ভাঙা বাংলায় বলেছেন, ‘ঘুরে-ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়। ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক।’
বাংলাদেশে দায়িত্ব পালনকালে এবারের কোরবানির ঈদ তার শেষ ঈদ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘আমার বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।’
২০১৫ সালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেন মার্শা বার্নিকাট। এ বছরই তার মেয়াদ শেষ হচ্ছে। রাষ্ট্রদূত হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন রবার্ট মিলার।
এদিকে মার্কিন এই রাষ্ট্রদূত ছাড়াও একই ফেসবুক পেজে ভিডিও বার্তায় মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও (Mike Pompeo)।