কিশোরগঞ্জের কুলিয়ারচরে জায়গা নিয়ে পূর্বশত্রুতার জেরধরে মধুর চাক ভাঙ্গাকে কেন্দ্র করে দু’বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছে। আজ ২৫ আগস্ট শনিবার দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের পশ্চিম নোঁয়াপাড়া গ্রামের ভূঁইয়া বাড়ী ও তালুকদার বাড়ীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাযায়, দীর্ঘদিন যাবৎ দু’বাড়ীর মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। দুপুর ১ টার দিকে মধুর চাক ভাঙ্গাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরধরে দু’ বংশের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক ভূঁইয়া বাড়ীর মোঃ কামাল উদ্দিন (৫৫),নোঁয়াপাড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির উদ্দিন (৫০), শাহ আলম (৩০),মাহফুজ উদ্দিন (৬০), হারুন (৫০),কিরণ (২৫),নাসির (২৬),পাপন (২২),তৌফিক (২৬), কণক (১৭), জিয়া উদ্দিন (৬০),মর্জিনা (২৫),কাকন (২২),মিজাজ (৭০),রুবেল (২২) ও তালুকদার বাড়ীর নিজাম (৫৫), রানা খান (২৫), রাজন (২০), হানিফ (৩০), নূরুন্নবী (৩২) ও দিদারুল ইসলাম (২২) সহ উভয় পক্ষের কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছে। সংবাদ পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মোঃ কামাল উদ্দিন, শাহ আলম, মাহফুজ উদ্দিন, হারুন ও কিরণ কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কামাল উদ্দিনের অবস্থা আশঙ্খা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।