“রক্ত দিন-জীবন বাঁচান ”এ প্রতিপাদ্যকে সামনে রখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দ্যোগে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও উৎসাহী যুব রক্তদাতাদের ডাটাবেইজ তৈরী সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান সহ ইউপি সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা রক্তদানে উদ্বুদ্ধকরণ সহ রক্তদাতাদের ডাটাবেইজ তৈরী সংক্রান্ত বিষয় ও রক্তদাতাদের প্রত্যক্ষ অনুভূতি, রক্তদানের গুরুত্ব ও রক্তদাতাদের ডোনার কার্ড প্রদানের বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান।