মহি উদ্দিন লিটন, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের নিকলী সদরসহ ৭ টি ইউনিয়নের ৫০ জন কৃষক ও কৃষাণীকে নিয়ে প্রান্তিক পর্যায়ে পুষ্টি নিশ্চিতকরণে শস্য বহুমুখীকরণ এবং ফল- সবজি উৎপাদনে উত্তম কৃষি পদ্ধতি অবলম্বন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা হল রুমে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াহ ইয়া খাঁন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইষ চেয়ারম্যান রৌশন আরা বেগম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ ও জাইকা প্রজেক্টের ফেসিলেটর দূর্গা রানী সাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ উপজেলায় হাওড় অধ্যুষিত হওয়ায় সবজি আবাদ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তবে গত বছরের তুলনায় এ বছর লক্ষ্য মাত্রা অর্জন করে বর্তমানে রপ্তানির দিকে এসেছে।